নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লাগামহীন প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০৭:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচরণা জমে উঠেছে নগরীর পাড়া-মহল্লায়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ করছে প্রধান দুই মেয়র প্রার্থী।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচারণায় সাত মেয়র প্রার্থীর মধ্যে এগিয়ে আছেন হেভিওয়েট দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন তারা।
জনসংযোগে তৈমুর আলম দাবি করেন, জনগণ রাজপথে নেমে এসেছে। ভোট কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দিলে পরিণতি খারাপ হবে।
এদিকে, ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের জানান, প্রশাসন কখনো সহযোগিতা করেনি। নির্বাচনের সময় তাদের সাহায্য নেননি তিনি।
ভোটাররা বলছেন, নিরাপদ ও মাদক মুক্ত পরিবেশ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
১৬ জানুয়ারি নাসিক নিবার্চন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। ১৮৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।