উত্তরাঞ্চলের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

- আপডেট সময় : ০২:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরের জেলা গুলোতে প্রতিদিনই কমছে তাপমাত্রা,বাড়ছে শীতের প্রকোপ।
আবহাওয়ার পূর্বাভাসে জানা যায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হিমেল হাওয়ায় পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীত বেশি অনুভূত হচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। দিনাজপুরের হিলিসহ আশেপাশের এলাকাগুলোতে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে চলাফেরা করছে যানবাহন।