কাগজে-কলমে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বছর ২০২১

- আপডেট সময় : ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
২০২১ সাল কাগজে-কলমে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বছর। তিন ফরম্যাট মিলিয়ে এ বছর ২০টি ম্যাচ জিতেছে টাইগাররা, যা কিনা দ্বিতীয় সেরা। তবে, সব সাফল্য ম্লান হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা আর ঘরের মাঠে পাকিস্তান বিপক্ষে দুই সিরিজ ধরাশায়ী হওয়া। একনজরে দেখে নেবো ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেটে সাফল্য-ব্যর্থতা।
সকালের সুর্য থেকে নাকি দুনের আভাস মেলে। অথচ প্রবাদটি বাংলাদেশ ক্রিকেটের বেলায় একেবারেই বিপরীত। এ যেমন জয় দিয়ে ২০২১ সালের শুরুটা করেছিলো বাংলাদেশ শেষটায় বিষাদ হতাশার প্রতিচ্ছ্ববি।
রঙ্গিন পোষাকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বছর শুরু। সমৃদ্ধ সাকিব-মাহমুদউল্লাহদের ব্যক্তিগত অর্জন। তবে, সাদা পোষাকে পুরনো চেহারা। টেস্টে বিবর্ণ বাংলাদেশ হয়েছে হোয়াইটওয়াশ।
মার্চ-এপ্রিলে টাইগারদের গন্তব্য নিউজিল্যান্ড-শ্রীলংকা। কোথায় নেই স্বস্তির খবর। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ। লঙ্কান মাটিতে এক টেস্ট ড্র টাইগারদের একমাত্র প্রাপ্তি। তবে, সাদা পোষাকে সিরিজ হারের প্রতিশোধ টাইগাররা নিয়ে ঘরের মাঠিতে ওয়ানডে সিরিজ জিতে।
ব্যর্থতা কাটাতে জিম্বাবুয়ের দারস্থ হয় বাংলাদেশ। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ জিতে প্রাপ্তির খাতায় ষোলকলা পূর্ন লাল সবুজ দলের।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জিতে যতটা না আলোচনায় টাইগাররা। তার চেয়েও বেশি সমালোচনায় মিরপুরের রহস্য ঘেরা উইকেট।
নিজেদের মতো উইকেট বানিয়ে খেলার খেসারত বিশ্বকাপেই দিতে হয়েছে বাংলাদেশকে। দুর্বল স্কটল্যান্ডের কাছে হারের সুপার টুয়েলভেও হারের বৃত্তে বন্দি মুশফিক-মাহমুদুল্লাহরা।
এখানেই শেষ না, ঘরের মাটিতে শেষ সিরিজে পাকিস্তানের কাছে টি-টুয়েন্টি ও টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে হয়েছে ডোমিঙ্গো শীষ্যরা।
তবে, পরিসংখ্যান বলছে ২০২১ সাল কাগজে কলমে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বছর। তিন ফরম্যাট মিলিয়ে এ বছর ২০টি ম্যাচ জিতেছে টাইগাররা, যা কিনা দ্বিতীয় সেরা।
পুরুষদের ব্যর্থতার বছরে আশার আলো নারী ক্রিকেট দল। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা জাহানারা-রুমানারা দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
মাঠের বাইরেও আলোচনা সমালোচনায় দেশের ক্রিকেট। টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়া তামিম। টেস্ট থেকে মাহমুদউল্লাহর অবসর। কিংবা ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে ছেড়ে দেয়া আকরাম। নির্বাদকদের হুটহাট সিদ্ধান্ত সবই হয়েছে গনমাধ্যমের শিরোনাম।