মধ্যরাত পার হলেই খ্রীস্টীয় নতুন বছর

- আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আজ মধ্যরাত পার হলেই শুরু হবে খ্রীস্টীয় নতুন বছর ২০২২। ২০২১ সালকে বিদায় আর ২০২২ সালকে বরণ করে নিতে সারাবিশ্বের সাথে প্রস্তুত বাংলাদেশও। এজন্য নগর জীবনের বিভিন্ন স্থানে চলছে নানা প্রস্তুতি। তবে সমবেতভাবে উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও ইংরেজী বর্ষবরণে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এসব নির্দেশনা অমান্য করলে নেয়া হবে ব্যবস্থা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে নানা নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এদিকে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারও এক সংবাদ সম্মেলনে জানান, রাজধানী ঢাকার কোন উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। একই সংগে কয়েকটি স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কথাও জানানো হয়।চট্টগ্রামের নির্দেশনায় রয়েছে, আজ সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পারকি ও পতেঙ্গা সমুদ্র সৈকতে অবস্থান করতে পারবেন না কেউ। এ সময়ে নগরীর বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা কোনো ধরনের উৎসবও আয়োজন করা যাবে না। এছাড়া উন্মুক্ত স্থানে নাচ-গান করা যাবে না। কোনো ভবনের ছাদে আতশবাজি কিংবা পটকা ফোটানো হলে সে ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উচ্চঃস্বরে গাড়িতে হর্ন বাজানো এবং বেপরোয়া গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালাতেও নিষেধ করা হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের বার এবং আজ রাত ১০টা থেকে ফাস্ট ফুডের দোকান ও মার্কেট বন্ধ রাখতে হবে। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্থান ভাড়া দেয়া যাবে না।