খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনসাধারণকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী দেন মির্জা ফখরুল।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ৩০ ডিসেম্বরকে ভোটাধিকার হরণ ও কালো দিবস আখ্যা দিয়ে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পূনরুদ্ধারে গণতন্ত্রকামী সকল দলকে সঙ্গে জাতীয় ঐক্য গঠন করে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ঘটানো হবে। বিএনপির আন্দোলন সাধারণ মানুষের সম্পৃক্তায় আরো বেগবান হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব দ্রুতই সরকার পতনে গণআন্দোলন শুরু হবে। তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর রাতের আধারে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে সরকার। বিএনপি ক্ষমতার জন্য আন্দোলন করছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই আন্দোলন হচ্ছে।