প্রচার প্রচারণায় জমে উঠেছে সাভার আমিন বাজারের ইউনিয়ন পরিষদ নির্বাচন
																
								
							
                                - আপডেট সময় : ০১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
 - / ১৬১১ বার পড়া হয়েছে
 
৫ম ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় জমে উঠেছে সাভার আমিন বাজারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই প্রতিদ্বন্দী প্রার্থীর রয়েছে–পাল্টাপাল্টি অভিযোগ। তবে, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী দুই চেয়ারম্যান প্রার্থী। আর ভোটাররা জানান, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা।
১০ম ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী–পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে প্রায় ৭’শ ইউপি নির্বাচন। বিগত চার ধাপে ৩ হাজার ৪৯টি ইউপি নির্বাচন হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার নিকটবর্তী সাভার উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
প্রায় ২৫ হাজার ভোটারের আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থী ও তিন ডজনের বেশী ইউপি সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী রকিব আহম্মেদ নৌকা প্রতিক, বিদ্রোহী প্রার্থী রাজু আহমেদ ঘোড়া প্রতিক, স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ আনারস প্রতিক ও চরমোনাই সমর্থিত প্রার্থী হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন।
নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দি দুই প্রার্থী মাহবুব উল্লাহ ও রকিব আহম্মেদকে নিয়ে অভিমত জানান সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে আমিন বাজারের মানিকনগরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ ও নৌকা প্রতিকের প্রার্থী রকিব আহম্মেদ। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারেও ঘুরছেন তারা। নির্বাচনে জয়ের লক্ষ্যে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।
নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রধান দুই প্রার্থী। তবে, নৌকা ও আনারসের প্রতিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান ভোটাররা। আর, যোগ্য ও সৎ প্রার্থীকেই ভোট দেবেন তারা। নির্বাচনে সহিংসতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী–সক্রিয় ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা ভোটারদের।
																			
																		














