মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে অর্ধদিবস হরতালের ডাক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট গ্রহণে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন তিন পরাজিত চেয়ারম্যান প্রার্থী।
সকাল থেকে এই হরতাল চলছে মহিমাগঞ্জে। নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী গোলাম কাদির মিঠু, রুবেল আমিন শিমুল এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুন্সি রেজওয়ানুর রহমান এ হরতালের ডাক দেন। অবিলম্বে তারা মহিমাগঞ্জ ইউনিয়নে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন। একই দাবীতে তারা প্রশাসনের নিকট লিখিত দাবী জানিয়েছেন।
























