তিন দিনের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের ডাক দেবে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। পাবনায় বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন বক্তারা।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সংসদ সদস্য হারুন অর রশীদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের কর্মসূচি ঘোষণা করা হবে। নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় সমাবেশে।