বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন

- আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাতিল হওয়া প্রার্থিতা ফেরত পাওয়ার পর সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সকালে উপজেলার সুতার চাপুর পল্টন মোড় বাজারে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকদের উপস্থিতিতে তিনি এ দাবি জানান।
পটুয়াখালীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেদাকর্মীরা। সকালে পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাভারে মেট্রোরেল জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যে পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিক্ষুব্ধ জমির মালিকরা। দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে ন্যায্য মুল্যে দিয়ে জমি কেনার দাবি জানান তারা।