চতুর্থ ধাপের ইউপি নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিন জেলায় নিহত তিন

- আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের প্রতিটি ধাপের নির্বাচনে সংঘাত-সহিংসতা ঘটেছে। গতকাল চতুর্থ ধাপের নির্বাচনও সহিংসতামুক্ত ছিল না। এদিন গুলিবিদ্ধ হয়ে ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে নিহত হয়েছেন তিনজন। এছাড়া, ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
এর আগে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোটের দিন সহিংসতায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাতে আহত হন ৫২ জন। এ পর্যন্ত দেশজুড়ে নির্বাচনী সংঘাতে ৭০ জনের প্রাণহানি ঘটেছে। ভোট গ্রহণ শেষে রাজধানীর নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, চতুর্থ ধাপে ৮৩৬টি ইউপিতে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোট পড়ার হার ৭০ শতাংশের বেশি হবে বলে আশা করেন। প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ন্ত্রণবহির্ভূত থাকার কারণে ১৫টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়। এসব ঘটনায় ৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।