নওগাঁয় একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নওগাঁয় একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহবান করে নওগাঁ বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরই মধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচী ঘোষণা করে। এরই প্রেক্ষিতে আজ বিকেল ৩টা থেকে আগামী ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করে জেলা প্রশাসন। এদিকে, এমন সিদ্ধান্তের পর পূর্ব নির্ধারিত কর্মসূচী অন্যত্র করবেন জানিয়েছে জেলা বিএনপি। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি। আজ জেলা কার্যালয়ে দুপুরে দিকে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দলের জেলা আহবায়ক হাফিজুর রহমান।