বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে আগুনে দগ্ধ আরো একজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে আগুনে দগ্ধ আরো একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বিষখালী নদীর সদর উপজেলার কিস্তাকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। ঝালকাঠি সদর থানার এসআই খোকন হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা।