রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবে
- আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেসক্লাবে। সাংবাদিকদের প্রাণের এই সংগঠনের সাবেক সভাপতি ছিলেন তিনি। এরপর তাঁর মরদেহ নিজ গ্রাম নরসিংদীতে নেয়া হয়েছে। সেখানে জানাজা শেষে আনা হবে বনানী নিজ বাসস্থানে। বাদ আছর বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিককে।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল-সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গতকাল শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাংবাদিক নেতারা। বলেন, রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিক মহলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক ছিলেন।




















