লালমনিরহাটে রেল বিভাগের আওতাধীন সড়কগুলো সংস্কার হয় না দীর্ঘদিন
- আপডেট সময় : ০৫:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে লালমনিরহাট শহরে রেল বিভাগের আওতায় থাকা অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার হয় না। পিচ ও ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। অনেক আবেদনের পরও নেয়া হয়নি কোন পদক্ষেপ। কর্তৃপক্ষের উদাসীনতায় দিন-দিন বাড়ছে দুর্ভোগ।
লালমনিরহাট শহরে অভ্যন্তরীণ যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপি স্কুল লিংক রোড। রাস্তাটি ব্যবহার করে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেন যাত্রী ও শহরের সাধারণ মানুষ। কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় উঠে যাচ্ছে পিচ, ইট ও পাথর। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। খানাখন্দে ভরা রাস্তায় যেতে চায়না রিক্সাসহ অন্যান্য যান। যানবাহন চললেই ধুলোয় নাজেহাল হতে হয় পথচারীদের। একই অবস্থা রেল ষ্টেশনের মুক্তমঞ্চ সড়কেরও।
বরাদ্দ পেলেই সড়কগুলো সংস্কার করা হবে বলে জানান, রেল বিভাগের শীর্ষ এই কর্মকর্তা।
সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।























