বরিশালে লঞ্চ দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বাসদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বরিশালে লঞ্চ দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, সব গণপরিবহনে অগ্নিনির্বাপক ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত বার্ণ ইউনিট চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।
দুপুরে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা সভাপতি ইমরান হাবিব রুমন। এতে বক্তব্য দেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সাগর দাসসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে সব নিহতের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণসহ সরকারিভাবে সুচিকিৎসার দাবি জানান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিট চালু ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিও জানান তারা।