গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

- আপডেট সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পৌষের সন্ধ্যায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ উসবের আয়োজন করে। চিতই, পাটিসাপটা, কুলিসহ বিভিন্ন পিঠার আয়োজনে মুগ্ধ হয় নানা শ্রেনীর পেশার মানুষ। এ পিঠা উৎসবের সাথে অনুষ্ঠিত হয় সংস্কৃতিক অনুষ্ঠানও। আগামীতেও এমন আয়োজনের দাবী দর্শনার্থীদের।
বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠার রেওয়াজ রয়েছে। গ্রাম বাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য নানান স্বাদের পিঠা। করোনায় দুই বছর ধরে পিঠা উৎসব বন্ধ রাখা হয়। তবে এবার পৌষের শুরুতে পিঠা উৎসবের আয়োজন করেছে গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুল মেডিকেল কলেজ। সুস্বাদু দেশীয় পিঠা খেতে পেরে আনন্দিত অতিথিরা
উৎসবের উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মোহাম্মদ জাকির হোসেন। বাংলার ঐতিহ্যবাহী এমন পিঠার আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও সকলকে আনন্দ দিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়, জানান, এ আয়োজক।
ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজনের দাবী দর্শনার্থীদের।