গাজীপুর ও গোপালগঞ্জে আলাদা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
গাজীপুর ও গোপালগঞ্জে আলাদা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকা থেকে অপহৃত ৮ম শ্রেণীর শিক্ষার্থী উদ্ধারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী। প্রায় দেড় ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম ও ২য় বিভাগ ক্রিকেট লীগ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ক্রিকেটাররা। এসময় বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়। পরে, জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেয়া হয়।






















