ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দিতে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দিতে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর রয়েছে বলেন জানিয়েছেন অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ই-কমার্স সংক্রান্ত এক সভা শেষে একথা জানান তিনি। গ্রাহকের আটকে পড়া টাকার বিষয়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মামলা সংক্রান্ত সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, পুলিশকে আগামী ৭ দিনের মধ্যে এসব তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, তথ্য পাওয়ার পরই এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেয়া হবে। এছাড়া, মামলা হয়নি এমন ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব।