বিসিএলের দ্বিতীয় রাউন্ডে জয়ের খুব কাছে ওয়াল্টন সেন্ট্রাল জোন

- আপডেট সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিসিএলের দ্বিতীয় রাউন্ডে জয়ের খুব কাছে ওয়াল্টন সেন্ট্রাল জোন। ইষ্ট জোনের বিপক্ষে চতুর্থ ও শেষ দিনের জয়ের জন্য ১১২ রান প্রয়োজন তাদের। হাতে আছে ৯ উইকেট।
ইষ্ট জোনের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৮৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সেন্ট্রাল। দলীয় ১২ রানে মিজানুর রহমান ফিরলেও দিনের বাকী সময়টায় আর কোন বিপদ হতে দেননি মিথুন ও সৌম্য সরকার। ৪২ রানে অপরাজিত আছেন মিথুন ৩৩ রানে সঙ্গী সৌম্য। এর আগে, দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের অলআউট হয় ইসলামী ব্যাংক ইষ্ট জোন। সর্বোচ্চ ৬৮ রান করেন নাইম হাসান। ৫৪ রান আসে প্রিতম কুমারের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ইষ্টের করা ২৪৫ রানের জবাবে ২২৭ রান করে সেন্ট্রাল জোন।
এদিকে, চট্টগ্রামে নর্থ জোনকে টেক্কা দিচ্ছে সাউথ জোন। অমিত হাসান ও তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে তৃতীয় দিনটা নিজেদের করে নেয় তারা। দিন শেষে ৩ উইকেটে ৩৫০ রান সংগ্রহ তাদের। ১৩১ রানে অমিত ফিরলেও, ১৫৯ রানে অপরাজিত আছেন তৌহিদ হৃদয়। সঙ্গে ১৭ রানে অপরাজিত জাকির হাসান। নর্থ জোন তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছিলো ৩৮৫ রান।