নৌবাহিনী থেকে চাকরিচ্যুত নাজমুল ও নাহিদকে প্রতারণার দায়ে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া নাজমুল হোসেন ও নাহিদ হাসানকে র্যারব পরিচয়ে প্রতারণার দায়ে আটক করেছে রেব।
ভোরে গাজীপুরের কুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির হোতাসহ পাঁচজনকে আটক করে র্যা ব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যারব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যা ব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। বলেন, নৌবাহীনি থেকে চাকরিচ্যুত হয়ে নাজমুল হোসেন এবং নাহিদ হাসান গড়ে তুলেছিলে র্যা বের একটি ভুয়া দল। সঙ্গে যুক্ত করেন আরও তিনজনকে। প্রতারণা করতে নিজেরা বানিয়ে নেন র্যাকবের পোশাক। ভয় দেখাতে ব্যবহার করতেন খেলনা পিস্তল। এছাড়াও দলটি মানুষের জমি সংক্রান্ত বিরোধ মেটানো, বাড়ি দখল করা, টেন্ডার পাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাকাতিও করতেন বলেন জানান তিনি।