ব্লগার অভিজিৎ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ব্লগার অভিজিৎ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসরুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকান্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছিল। তবে দেশের নিরাপত্তায় যারা আছে তারা জঙ্গিদের সকল কর্মকান্ড ব্যর্থ করে দিয়েছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে ‘মুক্তিযোদ্ধার ভাস্কর্য’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশেশ্নর জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ডদ দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে খুঁজা হচ্ছে। তথ্য আছে তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে। এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন উপস্থিত ছিলেন।