ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নগরীর উমেদ আলী মাঠে ১০০ জন অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদেরকে নিয়ে দলীয় নৃত্য, একক নৃত্য, সংগীত, দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, জোড় লাফসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম দোলোয়ার হোসেন মুকুলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।




















