ময়মনসিংহে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এক কৃষক

- আপডেট সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাষের জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন এক কৃষক। নৌকাসহ পদ্মা সেতুও তুলে ধরেছেন তিনি। ফসলি জমিতে কৃষকের এমন চিত্রকর্ম দেখতে দূরদূরান্ত থেকে ভীড় করছেন নানা বয়সী মানুষ।
ফসলের মাঠে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। ওই কৃষকের নাম আব্দুল কাদির। তিনি উপজেলার পাড়া খালবলা গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতেই ফসলের মাঠে শেখ পরিবারের প্রতিচ্ছবি এঁকেছেন বলে জানান তিনি।
সরিষা, লালশাক ও পালংশাক দিয়ে চিত্রকর্মটি ফুটিয়ে তোলা হয়েছে। এটি দেখতে সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। কেউ কেউ মোবাইলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর কৃষক আব্দুল কাদিরসহ কয়েকজন ক্ষেতের আগাছা পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন।
আব্দুল কাদিরকে নানাভাবে সহযোগিতা প্রদানের কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
এর আগে ২০১৯ সালে স্ত্রীর প্রতি ভালোবাসায় ফসলের মাঠকে ‘ভালোবাসার জমিন’ বানিয়েছিলেন তিনি। গত বছর স্মৃতিসৌধ, নৌকা, শাপলা ও বঙ্গবন্ধুর ছবিও এঁকেছিলেন কৃষক আবদুল কাদির।