জামালপুরে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়রকে আ’লীগ থেকে বহিষ্কার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।
জামালপুর জেলা আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সংগঠনের জন্য এটা বিব্রতকর। অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই শিক্ষা কর্মকর্তা।