দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০১৯ আলফা ও ডিইও ২০২১ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে
ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। প্রথমে বাহিনীর সুসজ্জিত প্যারেড স্কোয়াড রাষ্ট্রীয় সম্মান জানায় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পেশাদার, দক্ষ ও উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন । মানবপাচার ও চোরাচালান রোধসহ জেলেদের নিরাপত্তা বিধানে নৌবাহিনীকে জোরালো ভুমিকা রাখারও আহবান জানান তিনি। দেশ ও জাতির সেবায় সন্তানদের আত্মনিয়োগে অভিভাবকদের পরামর্শ দেন সরকার প্রধান।