বরগুনা জেলায় বাড়ছে নদী ভাঙ্গন

- আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বরগুনা জেলার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেস্বর কল্যাণ বয়ে আনার পাশাপাশি অভিশাপের কারন হয়ে দাঁড়িয়েছে। পানির চাপে ভেঙ্গে যাচ্ছে জেলার বেড়িবাঁধ। ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়েছে স্থানীয় বাজার, ঘাট থেকে শুরু করে বসত ভিটা। অথচ, প্রাকৃতিক র্দুযোগ মোকাবিলায় জেলায় নেই কোন আলাদা প্রকল্প।
আমাবস্যা পুর্নিমার জোয়ারের ঢলে প্লাবিত হয় বরগুনার উপকূলরে ১৫টি গ্রাম। প্রায় প্রতি বছররে মতই বেড়িবাঁধ ভেঙ্গে গেছে পাথরঘাটার জীনতলা,পদ্মা, রুহিতা এবং সদরের ফুলঝুড়ি ও নিশানবাড়িয়া, গ্রাম। জোয়াররে পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে হতদরিদ্র এই মানুষদের সাজানো গোছানো সংসার।
বেড়িবাঁধ মেরামত করা ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর প্রাণের দাবী। কিন্তু তাতেও গড়িমসি স্থানীয় প্রশাসনের। লোক দেখানোর বেড়িবাঁধ করা হয় প্রায় প্রতি বছরই। কিন্তু অসময়ে নির্মাণ আর সংশ্লষ্টিদের নানা অনিয়মের কারণে। বাঁধ ভেঙ্গে যায় জোয়ারের পানির চাপে।
বেরীবাধ নির্মাণ ও নদী ভাঙ্গনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
দ্রুত বেরিবাধঁ মেরামত ও নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।