প্রযুক্তির উৎকর্ষে আদালত ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন আনতে হবে : রাষ্ট্রপতি

- আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন- প্রযুক্তির উৎকর্ষে আদালত ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন আনতে হবে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, মামলার পরিমাণ দিন দিন বাড়ছে। এটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরো বেশি কাজ করতে হবে। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে। তাদের সুযোগ-সুবিধা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিচারের দীর্ঘসূত্রিতা কাটাতে দেশের সব আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা নিতে হবে বলেও মত দেন তিনি। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাঁদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন এমন প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।