সাম্প্রদায়িক-অগণতান্ত্রিক অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ

- আপডেট সময় : ০৭:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিজয়ের ৫০ বছর উদযাপনে বিজয় শোভাযাত্রায় নেতারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর এদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন করছে গোটা দেশ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে করে আওয়ামী লীগ।
করোনার কারণে প্রায় দুই বছর বিরতির পর দেশব্যাপী এই বিশাল আয়োজন। নেতা-কর্মীরা মুখে স্লোগান আর হাতে বাংলাদেশ ও দলের পতাকা, বর্নিল ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে যোগ দেয় এতে।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে স্বাধীনতাবিরোধী শক্তির চূড়ান্ত পতনের ডাক দেন নেতারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সাম্প্রদায়িক, অগনতান্ত্রিক শক্তি এখনো ষড়যন্ত্র করছে।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। পরে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে শেষ হয় বিজয় শোভা যাত্রা।