৯টি দেশে উচ্চ শিক্ষায় আগ্রহীদের বিনামূল্যে পরামর্শ অব্যহত রাখার ঘোষনা দিয়েছে টিসিএল গ্লোবাল লিমিটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যসহ বিশ্বের ৯টি দেশে উচ্চ শিক্ষায় আগ্রহীদের বিনামূল্যে পরামর্শ অব্যহত রাখার ঘোষনা দিয়েছে টিসিএল গ্লোবাল লিমিটেড। প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘোষনা দেন প্রতিষ্ঠানের এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজা মিয়া।
টিসিএল এর ১০ বছর পূর্তিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধেধন করা হয়। এতে বক্তারা বলেন, যুক্তরাজ্যের ৮২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাথে সহযোগীতা চুক্তি আছে টিসিএল এর। দেশের যে সব শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে চায়। তাদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা দিয়ে থাকে টিসিএল গ্লোবাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক এস এম সালাউদ্দিন, অপারেসন ম্যানেজার নাজমুস সাকিবসহ অন্যান্য কর্মকর্তারা।






















