সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটেছে

- আপডেট সময় : ১২:৪২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটেছে। এসময় ৭ টি মোটর সাইকেলে আগুন ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ১০ জন।
স্থানীয়রা জানায়, গেল রাত ৮ টায়ে সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকারকায়সার টিপুর সমর্থকরা নির্বাচনী প্রচারনা শেষে কাতলাগাড়ী বাজারে ফিরছিলেন। এ সময় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল ইসলাম এর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ৭ টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। আহত হয় অন্তত ৫ জন।
ঘটনার প্রতিবাদে পাল্টা টিপুর সমর্থকরা ওই ইউনিয়নের ভুলুনদিয়া, কৃষ্ণনগর, পুরাতন বাখরবা, ছোটমৌকুড়ি গ্রামে নৌকা প্রতিকের সমর্থকদের বেশ কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।