নওগাঁর রানীনগর-আবাদপুকুর সড়কের বেহাল অবস্থা
- আপডেট সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নওগাঁর রানীনগর-আবাদপুকুর সড়কের বেহাল অবস্থা। ৪ বছরে উন্নয়ন কাজের ২০ শতাংশ শেষ হয়নি। তুলে ফেলা হয়েছে আগের কার্পেটিং। এতে ২২ কিলোমিটার সড়ক জুড়েই তৈরী হয়েছে বড় গর্তের। ভোগান্তি গাড়ী চালক ও যাত্রীদের।
রানীনগর থেকে কালিগঞ্জ পর্যন্ত বেহাল সড়কের উঁচুনিচু গর্ত আর ধুলো মাড়িয়ে এভাবে নিত্য যাতায়াত করেন লাখো মানুষ। চলে ভারি যানবাহনও।
২০১৮ সালে শুরু হয় সড়কটির উন্নয়ন কাজ। কথা ছিলো ২২ কিলোমিটার সড়কজুড়ে ২৬টি কালভার্ট ও ৪টি ব্রিজ নির্মাণের পাশাপাশি চওড়া করা হবে ১৮ ফিটে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওয়াহিদ কনস্ট্রাকশন’ এর গাফিলতিতে বন্ধ হয়ে যায় কাজ। সময় বাড়িয়েও গতি আনতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে চুক্তি বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। এরপর বিদ্ধস্ত সড়কে শুরু হয় ভোগান্তি।
নির্মাণ করা ব্রীজগুলো নিয়েও এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। উচ্চতা কম হওয়ায় বর্ষাকালে নৌকা পার হতে পারেনা নিচ দিয়ে। কচুরিপানা আটকে তৈরী হয় জলাবদ্ধতা।
করোনাসহ বিভিন্ন কারনে নির্মাণ সামগ্রী সরবরাহে বিলম্বের কথা স্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর সড়ক বিভাগ বলছে, আগের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগে কাজ করছেন তারা।
এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০৫ কোটি টাকা।























