বিজয় দিবসের স্লোগানকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ১০ জন।
বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ সময় ভাঙচুর করা হয় ৩০টির বেশি মোটরসাইকেল। উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিলে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ করে দু’পক্ষ। ৩০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে বিএনপি ও আওয়ামী লীগ স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করে বিজয় দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে।