বার্সেলোনার সাথে সাথে ফুটবলকেও বিদায় জানালেন সার্জিও আগুয়েরো

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বার্সেলোনার সাথে সাথে ফুটবলকেও বিদায় জানালেন সার্জিও আগুয়েরো। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত অ্যারিথমিয়া রোগে ভুগছেন তিনি।
শারিরিক অসুস্থতার কারণে বুট জোড়া তুলে রেখেছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার। বিদায় নেয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি ছেড়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। চোট পেয়ে ছিটকে পড়েন নতুন ঠিকানা থেকে। ক্যারিয়ারে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেন আগুয়েরো। জাতীয় দলের হয়ে মোট ১০১ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল।