দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আগামী দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তার শারীরিক অবস্থা গতকালের তুলনায় ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
গতকাল সকালে শারীরিক অসুস্থ্যতা ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। আজ বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গতকালের তুলনায় অনেক ভালো আছেন তিনি। তার ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তাকে আরও ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশ যওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য।