অচল হয়ে পড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

- আপডেট সময় : ০১:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
২০ ফ্লাইটের অতিরিক্ত চাপে দিনে সব কার্যক্রম অচল হয়ে পড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এতে বেসামাল হয়ে পড়েছে যাত্রীসেবা। রানওয়ে বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের।
প্রতিটি বিভাগে চরম জনবল সংকট। কাউন্টার থাকলেও নেই পর্যাপ্ত ইমিগ্রেশন পুলিশ। একটিমাত্র মেশিন, সে কারণে লাগেজ স্ক্যানিংয়ে দেশে ফেরা যাত্রীদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। উড়োজাহাজ থেকে বেল্টে মালামাল আসতে লেগে যাচ্ছে ১ থেকে দেড় ঘণ্টার বেশি। মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগ আরও চরমে। তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পিসিআর টেস্টের জন্য। যাত্রীদের নিতে আসা স্বজনকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। ১০ ডিসেম্বর রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য আগামী ছয় মাস এ সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে দিনরাতের অবশিষ্ট ১৬ ঘণ্টায় শিডিউল ফ্লাইটের ব্যবস্থাপনা করতে হচ্ছে।