দুবাইয়ে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ভূমিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দেশের প্রথম কোন প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড পেলো।
দুবাইয়ে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মদিনাত জুমেইরাহ সম্মেলন কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ যৌথভাবে আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, এই পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির সম্মিলিত অর্জন। প্রধানমন্ত্রী’র বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’র অধীনে ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে আমিরাতের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাওয়িসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।