শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো জাতি

- আপডেট সময় : ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
নওগাঁয় দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।
কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিগুলো একত্রিত হয়ে আজও দেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরকে নির্মূলের আহবান জানান নেতারা।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির, জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। রাবি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের বেদিতে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানায়।
খুলনায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে স্মরণ করা হয়, জাতির মেধাবী সন্তানদের। জেলার বধ্যভূমিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ সমবেত হন।
বরিশালে দিনের প্রথম প্রহরে নগরীর ওয়াপদা কলোনীর ‘স্মৃতি-৭১ স্তম্ভে’ শ্রদ্ধা জানায় সিটি কর্পোরেশন। এরপর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর হোসেন পুষ্পস্তবক অর্পন করেন।
দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও শোক রেলির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
এছাড়াও- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দিনাজপুর, সাতক্ষীরা, ব্রাহ্মনবাড়িয়া ও নারায়ণগঞ্জের রুপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।