ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসহাসড়কের ময়মনসিংহ অংশ যেন ময়লার ভাগাড়

- আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসহাসড়কের ময়মনসিংহ অংশ যেন ময়লার ভাগাড়। কল-কারখানা, বাসাবাড়ি আর হোটেল-রেষ্টুরেন্ট থেকে আনা ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হচ্ছে এখানে। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলায় নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রতিবেশ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা।
প্রশাসনের নজরদারীর অভাবে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কের ময়মনসিংহ অংশের ৫৬ কিলোমিটার সড়কের দু’পাশে অসংখ্য ময়লার স্তূপ। এতে ঘটছে পরিবেশ দূষণ। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
ময়লাগুলো মাঝে মধ্যে পুড়িয়ে ফেলা হয়। এতে সৃস্ট ধোঁয়া ও দুর্গন্ধ পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। আর পশুপাখি ও কীটপতঙ্গের মাধ্যমে নানা রোগ ছড়িয়ে পড়ছে লোকালয়ে।
মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে সমন্বিত উদ্যোগসহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তর।
জনজীবন সুন্দর ও নিরাপদ করতে মহাসড়কের পাশের ময়লা আবর্জনার ফেলা বন্ধে পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।