করোনার নতুন ধরণ অমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। পরে, সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, অমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রশ্নের জবাবে তিনি জানান, রেবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী দেখছেন।
মন্ত্রিসভার বৈঠকে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, বাণিজ্য সংগঠন আইন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি’র ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।