আলালের অশ্রাব্য ভাষাকে নৈতিক সমর্থন দিয়ে বিএনপি নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দলের নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশ্রাব্য ভাষাকে নৈতিক সমর্থন দিয়ে বিএনপি নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এ ঘটনা দু’দেশের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলবে না। তাদের এধরনের আচরণ দেশের জঙ্গিবাদ ও এর পৃষ্ঠপোষকদের আরও উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।