এমপি মুরাদের বিরুদ্ধে কয়েক জেলায় ডিজিটাল আইনে মামলা

- আপডেট সময় : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও টকশো উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সম্প্রতি একটি ভার্চুয়াল টকশো’তে বিতর্কিত মন্তব্য করেন মুরাদ। এদিকে, কানাডা ও দুবাইয়ে প্রবেশে ব্যর্থ হয়ে তার দেশে ফেরা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।
বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করলেও কোন আদেশ দেয়নি।
ডা: মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত। আগামী মঙ্গলবার এর শুনানি হবে। খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকে এম তোফায়েল হাসানের আদালতে মামলার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম ইউনিটের সভাপতি এ এস এম বদরুল আনোয়ার।