সরকার র্যাব, পুলিশ বাহিনীকে দিয়ে দলীয়করণ করে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বর্তমান সরকার র্যাব, পুলিশ বাহিনীকে দিয়ে দলীয়করণ করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতারা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদি কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, প্রশাসনকে সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সরকার। রাষ্টীয় বাহিনী দিয়ে প্রতিনিয়ত খুন হত্যা গুম ক্রসফায়ার করছে। যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এসময় বর্তমান অবৈধ সরকারের কাছে বেগম জিয়া মুক্তি দাবি না করে আন্দোলনে নামতে জনগণের প্রতি আহবান জানান তারা। বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার কিছু হলে সরকারকে এর দায়িত্ব নিতে হবে।