শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে

- আপডেট সময় : ১২:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কেনটাকিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক হিসেবে অর্ধশতাধিক বেশি মানুষ মারা গেছে। তবে সংখ্যাটা ৭০ থেকে ১শ’ও হতে পারে। গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। কেনটাকিতে টর্নেডো আঘাত হানার আগে গতকালই ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান- আমাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ঝড়ের কবলে পড়ে আরকানসাসে একজন নিহত হয়েছেন। টেনেসিতে আরো দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।