এবার প্রেমের টানে বাংলাদেশে এসেছে এক তুর্কী তরুণী
																
								
							
                                - আপডেট সময় : ০৬:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
 - / ১৫৯৯ বার পড়া হয়েছে
 
বিদেশিনীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি যুবক। এবার প্রেমের টানে বাংলাদেশে এসেছে এক তুর্কী তরুণী। সহকর্মী তুরস্কের মেয়ে আয়েশা ওজতেকিনের সঙ্গে ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই টানে তুরস্ক থেকে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন আয়েশা। শুক্রবার মুক্তাগাছা পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। দম্পতিকে দেখতে বাড়িতে করছেন প্রতিবেশীরা।
ময়মনসিংহের মুক্তাগাছার হাসান আলীর ছেলে হুমায়ূন কবীর ২০১০ সালে বৃত্তি নিয়ে পড়তে যান তুরস্কে। আনকারা শহরের হাসেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়েন তিনি। ২০১৮ সাল থেকে আনতালিয়া শহরের লাইফ হাসপাতালে কর্মজীবন শুরু করেন হুমায়ূন। সে সময় ওই হাসপাতালের প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সাথে পরিচয় হয় তার। সেই পরিচয় পরিণত হয় প্রণয়ে। কিন্তু, সম্পর্কের বিষয়টি সহজে মেনে নেয়নি আয়েশার পরিবার। বাবা-মাকে রাজি করিয়ে বিয়ের সিদ্ধান্তে পৌঁছতে বেশ বেগ পেতে হয় তাকে। সম্পর্কের শুরু থেকেই বেশ সুখী এই নবদম্পতি।
বিদেশি মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আপ্লুত হুমায়ূনের বাবা-মা।
এই বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল। নবদম্পতির সাফল্য কামনা করেছেন স্বজনরা।
হুমায়ুন কবির মুক্তাগাছা পৌর এলাকার হাসান আলী ও হোসনে আরা দম্পতির ছেলে। আয়েশা ওজতেকিন তুরস্কের আনতালিয়া শহরের মাহমুদ ওজতেকিন ও সেফদা ওজতেকিন দম্পতির মেয়ে।
																			
																		













