বিএনপি’র কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে নিজেদের পক্ষে রায় যাওয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপি’র কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে নিজেদের পক্ষে রায় যাওয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রায় নিজেদের বিপক্ষে গেলে সরকার হস্তক্ষেপ করছে বলে দোষারোপ করে দলটি।
তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন। গুম নিয়ে বিএনপির মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল। এখন সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতেছেন দলটির নেতারা। গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করে তারা। অথচ, দিন-রাত গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে তারা। গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।