রাতেই কানাডা যাচ্ছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

- আপডেট সময় : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে দেশের বাইরে যেতে বিমানের টিকিটও সংগ্রহ করেছেন। বুধবার তিনি এ টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
প্রথমে সপরিবারে যাওয়ার চিন্তা থাকলেও পরিবারের অন্য সদস্যদের ভিসা না থাকায় নিজেই দেশত্যাগের চেষ্টা করছেন। মঙ্গলবার থেকেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোঁজখবর নেয়া শুরু করেন। পরে চূড়ান্তভাবে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন ডা. মুরাদ। নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের পর তার বিরুদ্ধে দেশব্যাপী সমালোচনা ঝড় ওঠে। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন সমালোচিত এই সাবেক প্রতিমন্ত্রী। নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথন ভাইরাল হলে জনরোষের মুখে পড়েন মুরাদ হাসান। পদত্যাগের পর জেলা আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় তাকে। শিগগিরই হারাতে পারেন দল ও সংসদ সদস্যপদ। এদিকে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্যের ৩৮৭টি লিংক চিহ্নিত করেছে বিটিআরসি।