টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মধ্য রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে মমিনুল বাহিনী।
পাকিস্তানের সিরিজ ভরাডুবির পর নতুন চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। টানা খেলার মধ্যে থাকায়, ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি ভর করলেও সেটা নিয়ে ভাবছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ওশেনিয়াতে গিয়ে পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ থাকায় ভালো কিছুরই আশা করছেন তিনি। মূলত হারানো মনোবল ফিরে পাওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ জানুয়ারি প্রথম টেস্টে কিউইদের মুখোমুখি হবে মমিনুলের দল। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে।