জলাবদ্ধতা এবং রাস্তার কাজ চলমান থাকায় গাজীপুরে তীব্র যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বৃষ্টির জলাবদ্ধতা এবং রাস্তার কাজ চলমান থাকায় গাজীপুরে তীব্র যানজট দেখা দিয়েছে।
সকাল থেকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টঙ্গীবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ৭ কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াত করা হাজারো যাত্রী। স্কুল কলেজের শিক্ষার্থী, কলকার খানায় কর্মরত শ্রমিক এবং অফিসগামী যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। পুলিশ জানিয়েছে বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এছাড়াও বিআরটিএ’র কাজ চলমান থাকায় এই যানযটের সৃষ্টি হয়েছে। যানযট নিরসনে সকাল থেকেই নিরলস কাজ করছে পুলিশ।






















