১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
আজ ৭ই ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ।এ দিন বিজয় উল্লাসে মুক্তিযোদ্ধাদের সাথে মেতে উঠেছিল সাধারণ জনতার।
পাক সেনারা ৬ ডিসেম্বর গভীর রাতে গোপালগঞ্জ সদর থানা উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টমেন্ট ছেড়ে পালিযে যায়। ৭ ডিসেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা আর সেই সাথে মুক্ত হয় গোপালগঞ্জ।
জামালপুরের কামালপুর ঘাঁটির পাক সেনারা আত্মসর্মপণের পর সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতীর শালচূড়া ক্যাম্প ও আহাম্মদনগর ঘাটির পাকসেনারা পিছু হটতে থাকে।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে পাকিস্তান বাহিনীর ঘাটি রানীরবন্দর আমতলীসহ বিভিন্ন এলাকা থেকে তারা পলায়ন শুরু করলে চিরিরবন্দর মুক্ত হয়।





















