নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো ভারত। মুম্বাই টেস্টে কিউইদের ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে বিরাট কোহলির দল।
৫ উইকেটে ১৪০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। এদিনও ভালো শুরু এনে দিতে পারেননি কিউই ব্যাটাররা। হেনরি নিকোলসের সাথে টিকতে পারেননি রাচিন রাবিন্দ্রা। এরপর কাইল জেমিসন আর টিম সাউদিকে দ্রুত ফিরিয়ে জয় নিশ্চিত করে ভারত। এদিন ২৭ রান যোগ করতেই অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ইনিংস থামে ১৬৭ রান। এর আগে ভারতের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে ৬২ রানে অলআউট হয় কিউইরা। ৭ উইকেটে ২৭৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিলো ভারত। দু’দলের প্রথম টেস্ট হয়ছিলো ড্র। ম্যাচ সেরা মায়াঙ্ক আগারওয়াল। সিরিজ সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।